ট্রাম্প শুধুমাত্র নিজের কথা ভাবেন, বয়স্কদের জন্য নয়: জো বাইডেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশ করেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। এসময় তিনি বলেন, ট্রাম্প শুধুমাত্র নিজের কথা ভাবেন, বয়স্কদের জন্য নয়। নির্বাচনী প্রচার চালানোর সময় এসব মন্তব্য করেন তিনি।
‘সানশাইন স্টেট’ হিসেবে খ্যাত ফ্লোরিডায় জয়ের পেছনে বয়স্করা এবার বড় ভূমিকা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবগুলো মতামত জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এদিকে একই দিনে পেনসিলভানিয়ায় সমাবেশ করেছেন ট্রাম্প। এসময় বাইডেন ভালো মানুষ নয় বলে মন্তব্য করেন তিনি। এসপ্তাহে আইওয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া এবং ফ্লোরিডায় নির্বাচনি প্রচার চালাবেন ট্রাম্প।