ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিনেই সার্ভারে জটিলতা
- আপডেট সময় : ০৭:১৪:১০ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
সার্ভার জটিলতায় ট্রেনের আগাম টিকিট কিনতে ঝামেলায় পড়েছেন অনেকেই। আজ টিকিট বিক্রির চিত্র প্রথম দিনের চাইতে অনেকটাই উল্টো। টিকিট বিক্রিতে দেখা গেছে ধীর গতি। কাউন্টারে গিয়েও পাওয়া যাচ্ছে না সমাধান। এদিকে অনলাইনে বাসের টিকিট নিয়ে কোন বিপত্তি ঘটেনি।
৬৫ বছরের বৃদ্ধ বয়সে ঘন্টাখানেক রেল স্টেশনে দাঁড়িয়ে। ট্রেনের টিকিটের জন্য এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে ছুটছেন তিনি। অনলাইনে টিকিট কাটতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি।
এদিকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সার্ভার জটিলতায় অনলাইনে টিকিট ক্রয় করতে পারছেন না অনেকেই। অভিযোগ নিয়ে স্টেশনে আসলেও পাচ্ছে না সুষ্ঠু সমাধান
এবিষয়ে রেলের বাণিজ্যিক কর্মকর্তা জানান, ১৩ লাখ যাত্রী একই সময়ে আবেদন করায় সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে।
এদিকে ঈদে আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও রাজধানীর বাস টার্মিনালের কাউন্টারগুলোতে যাত্রীর চাপ কম। স্বাচ্ছন্দ্যেই কাঙ্ক্ষিত তারিখের টিকিট কাটতে পেরে স্বস্তিতে ফিরেছেন যাত্রীরা।
ঈদের ছুটি কম থাকায় শেষ দিকে যাত্রীর চাপ ও ভোগান্তি বাড়তে পারে বলে মনে করছেন অনেকে। যাত্রীর বেগ সামলাতে প্রস্তুত করে রাখা হচ্ছে গণপরিবহন।