ট্রেনের যাত্রা বাতিল হলেও টিকেটের ৩০ লাখ টাকা ফেরত দিচ্ছে না রেলওয়ে কর্তৃপক্ষ
- আপডেট সময় : ০১:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
ট্রেনের যাত্রা বাতিল হলেও টিকেটের ৩০লাখ টাকা ফেরত দিচ্ছে না রেলওয়ে কর্তৃপক্ষ। এক মাসেরও বেশি সময় ধরে টাকা ফেরত পেতে স্টেশনে ঘুরছেন যাত্রীরা।কিন্তু টাকা কবে ফেরত দেয়া হবে- তা বলতে পারছেন না কেউই। সেবামূলক সরকারি প্রতিষ্ঠানের এ ধরনের দায়িত্বহীন আচরণ, সাধারণ মানুষের মাঝে অনাস্থা তৈরি করতে পারে বলে মনে করেন সুশাসন বিশ্লেষকরা।
রাজশাহী থেকে একমাস আগে আন্তঃনগর ট্রেনে ৩৪০টাকায় অগ্রিম টিকেট কাটেন নগরীর সিপাইপাড়া এলাকার এই বৃদ্ধ। যাত্রা বাতিল হওয়া ওই ট্রেনের টিকেটের টাকা ফেরত পেতে ঘুরছেন বেশ কয়েকদিন ধরে। বাড়ি থেকে স্টেশনে যাতায়াতে এরই মধ্যে তার খরচ হয়েছে দু’শ টাকা। টাকা না পেয়ে স্টেশনে চড়াও হন তিনি। একমাস ধরেই এমন পরিস্থিতি মোকাবেলা করছে রেলের কর্মকর্তারা।
অগ্রিম টিকিট বিক্রির ৩০লাখ টাকা ফেরত দিতে গত ১১জুন স্টেশন ম্যানেজার চিঠি দিয়েছেন রেলের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে। কিন্তু কোনো সাড়া নেই।
এদিকে বিশ্লেষকরা বলছেন, ঘোষণার পরও টাকা ফেরত দিতে রেলওয়ে কর্তৃপক্ষের এমন গড়িমসি যাত্রীদের হয়রানিতে ফেলেছে। তবে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক বলছেন, উদ্ভূত পরিস্থিতির কারণে টাকা ফেরত দিতে সময় লাগছে। করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় গত ১১জুন থেকে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসন। তখন রাজশাহী থেকে সব রুটের ট্রেন চলাচল বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ।