ট্রেন ও বাসে ঢাকামুখী যাত্রীর চাপ
- আপডেট সময় : ০৯:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ঈদের ৬ দিনের ছুটি শেষে, রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এ কারণে ট্রেন ও বাসে ঢাকামুখী যাত্রীচাপ বেড়েছে। ফিরতি পথে স্বস্তির কথাও জানান যাত্রীরা। তবে এখনো থামেনি ঘরমুখো মানুষের ঈদযাত্রা। ঈদের তৃতীয় দিনেও ঘরমুখো মানুষ ভিড় জমান কমলাপুর রেলস্টেশন ও নগরীর বাস টার্মিনালে।
ঈদের ছুটি শেষে খুলছে অফিস।একারণে ঢাকামুখী বাসে যাত্রী চাপ বাড়তে শুরু করেছে। রাজধানীর বাস টার্মিনালে যাত্রী নিয়ে একের পর এক বাস আসছে।
বৃহস্পতিবার সরকারি অফিস; তারপর আবার দু’দিন ছুটি। গার্মেন্ট ও করকারখানাসহ অন্য অফিস বন্ধ। তাই বেশিরভাগ কর্মজীবী গ্রামে রয়ে গেছেন। ।
ঢাকায় আগতরা জানান, যাত্রা পথে সড়ক মহাসড়কে যানজট না থাকায়, স্বস্তিতে ফিরেছেন তারা।
বাস টার্মিনালে ঈদের তৃতীয় দিনেও থামেনি ঘরমুখো মানুষের চাপ। ঈদের সময় কর্মব্যস্ততায় যারা যেতে পারেনি, এখন তারাই ফিরছেন গ্রামে।
কমলাপুর রেলস্টেশনেও একই চিত্র; দেশের বিভিন্ন স্থান থেকে ফিরতি ট্রেনে যাত্রী ঢাকায় ফিরছে। স্বজনদের সাথে ঈদ শেষে নির্বিঘ ফেরার কথা জানান তারা।
সিডিউল বিপর্যয় ছাড়াই ট্রেন চলাচল করছে বলে জানান কমলাপুর রেলস্টেশন মাস্টার।
ঢাকায় ফেরা শুরু হলেও ঈদ উপলক্ষে এখনও থামেনি ঘরমুখো মানুষের যাত্রা।
কমলাপুরে ঈদের তৃতীয় দিনও বিপুল সংখ্যক ঘরমুখো যাত্রী বিভিন্ন গন্তব্যে যাত্রা করে।
ঈদের আসা-যাওয়াআরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।