ট্রে পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে বোরো ধানের চারা
- আপডেট সময় : ০৭:০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় জেলার ১৩ টি উপজেলায় প্রায় ৬শ’ হেক্টর জমিতে ট্রে পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে বোরো ধানের চারা।এর ফলে কমবে কৃষকের উৎপাদন খরচ, বাড়বে ধানের উৎপাদনশীলতা। লাভবান হবেন কৃষক।
কৃষিকে কৃষকের কাছে সহজলভ্য করতে এবার জেলায় ট্রে পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে বোরো ধানের চারা। এর ফলে কৃষিকে যান্ত্রিকীকরণের পথ ত্বরান্বিত হবে। কমবে ধান উৎপাদন খরচ। ফলন বৃদ্ধির সাথে দূর হবে কৃষিশ্রমিকের সংকট জানালেন, এই মাঠ কর্মকর্তা
এদিকে,কৃষকরা জানালেন, এর ফলেই বীজের পরিমাণ কম লাগছে। বীজের সুষ্ঠু বিকাশের পথ সুগম হচ্ছে তাই এই পদ্ধতি নিয়ে আশাবাদী তারা।
এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এর ফলে কৃষি যান্ত্রিকীকরণ এর পথ আরও সুগম হবে। দূর হবে কৃষকের সংকট ।লাভবান হবেন কৃষক।
জেলায় এবার প্রায় ৭৫ হাজার হেক্টর জমিতে এই পদ্ধতিতে চারা উৎপাদন করে রোপন করা হবে বোরো ধান।