ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত
- আপডেট সময় : ০৫:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
যশোরে লাভলু বিশ্বাস নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে দিকে বাড়ির অদূরে রেললাইনের পাশ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
স্বজনদের দাবি পূর্বে দায়ের করা হত্যা মামলা উঠিয়ে না নেয়ায় তাকে হত্যা করা হয়েছে। নিহত লাভলু আফিল গ্রুপে ডিমের সেলসম্যান হিসেবে কাজ করতন। কোতয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, সকালে লাভলুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযানে নেমেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।
এদিকে, চট্টগ্রামে এ্যাম্বুলেন্সে রোগীর বেড থেকে প্রায় ৬’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে রেব। এসময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গেলরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সলিমপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। রেব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সলিমপুর মহাসড়কে তল্লাসী চৌকি বসায় রেব। পরে এ্যাম্বুলেন্সটি দাঁড় করিয়ে তল্লাসী চালানো হলে রোগীর বেডে সাদা কাপড়ে ঢাকা বস্তা ভর্তি ফেনসিডিল পাওয়া যায়। এসময় এ্যাম্বুলেন্সে থাকা মহিউদ্দিন, কামরুল ও কামাল নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ফেনসিডিলগুলো কুমিল্লার সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রামে নিয়ে আসছিল। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন নানা কৌশলে মাদক চোরাচালানী করে বলে জানায় রেব।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক চাপায় মিলন ইসলাম নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সকালে পীরগঞ্জ পৌর শহরের মাষ্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে পীরগঞ্জ-রাণীশংকৈল প্রধান সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত মিলন পীরগঞ্জের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানায়,স্কুলের পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।