ঠাকুরগাঁওয়ের নিম্নাঞ্চল প্লাবিত, পাঁচ’শ মানুষ আশ্রয়কেন্দ্রে
- আপডেট সময় : ০১:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের নিম্নাঞ্চল প্লাবিত। পাঁচ’শ মানুষ ঠাঁই নিয়েছে সরকারি আশ্রয়কেন্দ্রে।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে ঠাকুরগাঁওয়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ। প্রায় পাঁচ’শ মানুষ ঠাঁই নিয়েছে সরকারি আশ্রয়কেন্দ্রে।গত ১০ বছরের মধ্যে এরকম বৃষ্টি দেখেনি বলে জানায়, জেলাবাসী। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিলু’র রিপোর্ট। জানাচ্ছেন: রিফাত হোসেন সবুজ।
ঠাকুরগাঁও পৌর এলাকার খালপাড়া, মুন্সিপাড়া, কলেজপাড়া, নয়াবস্তি শেনুয়াপাড়া এবং সদর উপজেলার সালন্দর, বরুনাগাঁও এবং কুমারপাড়া বন্যাকবলিত হয়ে পড়েছে। এছাড়া রানীশংকৈল, পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী উপজেলার নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রামও বন্যার প্লাবিত হয়েছে।ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, অর্ধাহারে-অনাহারে থাকলেও কেউ খোঁজ নেয়নি। তবে ত্রাণ নয়, সমস্যা থেকে পরিত্রাণ চান তারা।
জেলা প্রশাসক জানান, এ পর্যন্ত প্রায় দু’হাজার মেট্রিক টন চাল, নগদ টাকা ও আশ্রয়কেন্দ্রগুলোতে রান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে।নদীতে প্রয়োজনীয় বাঁধ ও শহরে পানি নিষ্কাশন ব্যবস্থাসহ অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছে, জেলাবাসী।