করোনার মধ্যেই ঠাকুরগাঁওয়ে পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতার ভিড় বাড়ছে
- আপডেট সময় : ০৯:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনা মহামারির মধ্যেই ঠাকুরগাঁওয়ে পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতার ভিড় বাড়ছে। ন্যুনতম সতর্কতাও মানছে না কেউ। অপরদিকে, গরুর ল্যাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়ায়, আতংকিত হয়ে পড়েছে খামারীরা। এ ব্যাপারে পশুসম্পদ বিভাগের কোনো তৎপরতা না থাকায় হতাশ তারা।
হাট-বাজারে ক্রেতা-বিক্রেতা কারো মধ্যেই নেই করোনা নিয়ে ন্যুনতম সচেতনতা। প্রশাসনও কোনো উপায় খুঁজে না পেয়ে ছেড়ে হাল দিয়েছে বলে মনে করে সংশ্লিষ্টরা।
গরুর রোগ ‘ল্যাম্পি স্কিন’ মহামারি আকারে ছড়িয়ে পড়ায় দুঃশ্চিন্তায় পড়েছে কৃষক। করোনার কারণে ক্রেতার অভাবের কথাও জানান, বিক্রেতা ও খামারিরা।
জেলা পশু সম্পদ বিভাগ বলছে, ল্যাম্পি স্কিন মোকাবেলায় সীমিত লোকবল নিয়েই চেষ্টা করছে তারা।
জেলা প্রশাসক বলেন, হাটে ভির না বাড়িয়ে অনলাইনে পশু বেচা-কেনার দিকে আগ্রহ বাড়াতে হবে।
স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসবের প্রস্তুতি নেয়ার আহবান জানান, তিনি।