ঠাকুরগাঁও ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
- আপডেট সময় : ০৩:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
ঠাকুরগাঁওয়ে ট্রাক-থ্রি হুইলার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।পুলিশ জানায়, ঠাকুরগাও-বালিয়াডাঙ্গী মহাসড়কের সোনাডাংগায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় যাত্রীবাহী একটি থ্রি-হুইলারকে ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রেখে যান চলাচল বন্ধ করে দেয় ও ট্রাকটিকে আটক করে। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ জনসাধারণকে নিয়ন্ত্রণে আনে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম প্রধান, ৩ জন নিহত ও ৩ জন আহত হবার কথা স্বীকার করে জানান, ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি।
সিরাজগঞ্জের পাচলিয়ায় পাথর বোঝাই ট্রাকের পিছনে ইট বোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাকে থাকা ২ শ্রমিক নিহত হয়েছে। হাটিকুমরুল মোড় থেকে পাঁচলিয়াগামী পাথর বোঝাই একটি ট্রাক পেছনে নলকা গামী অপর একটি ইট বাহী ট্রাক যাবার সময় ধাক্কা দেয়। এতে ইটবাহী ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দুই শ্রমিক ।