ঠিকাদার আর ইজারাদারের দ্বন্দ্বে ১৪ বছর ধরে বন্ধ হয়ে আছে একটি সেতুর নির্মাণ কাজ
- আপডেট সময় : ০২:২০:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ঠিকাদার আর ইজারাদারের দ্বন্দ্বে ১৪ বছর ধরে বন্ধ হয়ে আছে একটি সেতুর নির্মাণ কাজ। এতে রাঙামাটি পৌরসভার পুলিশ লাইন এলাকার পাঁচ হাজারের বেশি মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। সেতুটি নির্মাণ না হওয়ায় দু’টি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসী ঝুঁকি নিয়ে নৌকায় চলাচল করছে।
রাঙামাটি পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন এলাকায় বাস করেন পাঁচ হাজারের অধিক অধিবাসী। শহরের বিভিন্ন স্থানে যাতায়াতে তারা ব্যবহার করেন নৌকা। রাত ৯ টার পর নৌকা পারাপার বন্ধ হয়ে যাওয়ায় জনসাধারণকে বিপাকে পড়তে হয়। এমনকি চিকিৎসা সেবা নিতে পড়তে হয় সমস্যায়। এমনকি স্কুলগামী শিক্ষার্থীদের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে।
এত ঝক্কি পোহাতে হয় একটি সেতুর কারণে। পৌর কতৃপক্ষ ২০০৭ সালে তাদের ইজারা দেয়া একটি মাছের ঘেরের উপর একটি সংযোগ সেতু নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু সেতুর কাজের ঠিকাদার ও মাছের ঘেরের ইজারাদারের দ্বন্দ্ব আর অপরিকল্পিত নির্মাণ কাজের কারণে সেতুর নির্মাণ কাজ মাঝ পথে বন্ধ হয়ে যায়।
সেতুটি আগামী অর্থ বছরে নির্মাণ শেষ করার কথা জানান পৌর মেয়র। যৌথ উদ্যোগে সেতু নির্মাণ হবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর মাধ্যমে। দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি এলাকাবাসীর।