ডলার সংকটে এবার চড়া খেজুরের বাজার

- আপডেট সময় : ০২:২২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- / ১৭০৯ বার পড়া হয়েছে
ডলার সংকটে এবার চড়া খেজুরের বাজার। রোজা আসতে না আসতেই ছড়াচ্ছে উত্তাপ। অনেক আগেই বেড়েছে সব ধরনের খেজুরের দাম। আমদানিকারকদের মতে, ডলারের দাম বৃদ্ধি এবং সময়মতো এলসি করতে না পারায় খেজুর আমদানি কম হয়েছে।
গেল রমজানে খেজুরের আমদানি বেশি হওয়ায় দামও ছিল সাধারণের নাগালের মধ্যে। এবার উল্টো চিত্র। ডলার সংকটে সময়মতো এলসি করতে না পারায় চাহিদামতো খেজুর আমদানি করতে পারেনি আমদানিকারকরা।
এখন ঘাটতি রয়েছে বাজারে। এবার ৫০%-এরও বেশি বেড়েছে সব ধরনের খেজুরের দাম। মোকামে এ সময়ে খেজুরের জমজমাট বেচাকেনা থাকলেও এবার বেশ কম।
দাম বেড়ে যাওযায় ক্রেতাও কমেছে খেজুরের। প্রয়োজনের চেয়েও কম কিনছেন অনেকে। তবে রোজা শুরু হওয়ার ক’দিন পর দাম কমতে পারে– এমন কথা জানালেন ফল ব্যবসায়ীদের এই নেতা।
ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের হিসেবে, দেশে রমজান মাসে খেজুরের চাহিদা প্রায় ৫০ হাজার টন। গেল তিন মাসে আমদানি হয়েছে মাত্র ২৩ হাজার টন। গত বছর এ সময়ে আমদানী হয়েছিল প্রায় ৪০ হাজার টন।