ডাকসুর ভিপি নূরসহ তার সঙ্গী ২৫ জনের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসুর ভিপি নুরুল হক নূরসহ তার সঙ্গী ২৫ জনের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। আহত অবস্থায় এদের মধ্যে গুরুতর ৭ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুরে ডাকসু ভিপির কক্ষে এ হামলার ঘটনা হয় বলে জানান ভিপি নুরুল হক নূর। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানান, আহত হয়ে ২৫ জনের মতো হাসপাতালে এসেছিল। এদের মধ্যে সাত জনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এর আগেও কয়েকবার নুরের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে।