ডাকাত আতংকে ঘুম নেই নারায়ণগঞ্জের জামপুর ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দাদের
- আপডেট সময় : ০৮:১১:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ডাকাত আতংকে ঘুম নেই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দাদের। ডাকাতি রুখতে এলাকায় পুরুষরা দল বেধে রাত জেগে পাহারা দেয়।
জ্যোস্না রাতে চুরি-ডাকাতি কম হওয়ার ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে সোনারগাঁর জামপুর ইউনিয়নের মহজমপুর, বশিরগাঁও, উত্তর কাজিপাড়া, সেকেরহাটসহ ১০ গ্রামে। রাত হলেই বাড়িঘরে ঝাঁপিয়ে পড়ে ডাকাত দল। লুটে নেয় মালামাল, শ্লীলতাহানি করে নারীদের।
চারদিকে নদী থাকায় এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কম। এ সুযোগ কাজে লাগায় ডাকাতরা। নিরুপায় হয়ে রাতের পর রাত জেগে লাঠি, টেটা, বল্লম নিয়ে পাহারা দেয় গ্রামের পুরুষরা। দিনে কাজ আর রাতে পাহারায় থেকে শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়ছে অনেকে।স্বামী রাত জেগে পাহারা দেয়ায়, খালি বাড়িতে আতংক নিয়ে থাকে নারীরা।
১০ জনের ১৫টি টিম পালা করে দু’সপ্তাহ পর-পর পাহারা দেয় তারা। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিলে ডাকাত পিছপা হতে বাধ্য বলে মনে করে গ্রামবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে এই পুলিশ কর্মকর্তা।
প্রশাসনের জোরালো পদক্ষেপে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে চায় এলাকাবাসী।