ডাক পেলেন পারভেজ হোসেন ইমন ও পেসার কামরুল ইসলাম রাব্বি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টির জন্য দলের ডাক পেলেন পারভেজ হোসেন ইমন ও পেসার কামরুল ইসলাম রাব্বি। নিশ্চিত করেছে বাংলাদে ক্রিকেট বোর্ড বিসিবি।
টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। এবার শেষ ম্যাচে পরাজয় ঠেকানো না গেলে পেতে হবে হোয়াইটওয়াশের লজ্জা। এমন সমীকরণের ম্যাচে এই দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইমনকে নেয়া হয়েছে ওপেনার সাইফ হাসানের ব্যর্থতার কারণে। ইনজুরির কারণে মোস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা থাকায় কামরুল ইসলাম রাব্বিকে দলে নিয়েছে বোর্ড। কাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। মিরপুরে দুপুর ২টায় শুরু হবে ম্যাচ। শেষ ম্যাচকে সামনের রেখে আজ অনুশীলন করেনি কেউই। বিশ্রামে কাটিয়েছে দু’দলের ক্রিকেটাররা।