ডাব চুরি করতে গিয়ে গাছেই অজ্ঞান কিশোর, ৯৯৯-এ ফোন দিয়ে উদ্ধার
- আপডেট সময় : ০৫:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালী পৌরসভার পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে নারকেল গাছে ডাব চুরি করতে উঠে অজ্ঞান হয়ে গাছেই আটকা পড়ে এক কিশোর। পরে ৯৯৯ নম্বরে স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টানা ৬ ঘণ্টা যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে।
গত সোমবার (২৭ মার্চ) রাতে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওই কিশোরের বয়স ১৫ বছর।
স্থানীয়দের এবং পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে ডাব পাড়ার উদ্দেশে গাছে ওঠে ওই কিশোর। এ সময় লোকজন তাকে দেখে ফেলায় গাছের উপর অজ্ঞান হয়ে যায়। নারিকেল গাছটি বেশ বড় হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করতে না পেরে ৯৯৯-এ ফোন করে। পরে মধুখালী থানা পুলিশ, মধুখালী ফায়ার সার্ভিস ও ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে।
মধুখালী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, রাত ১০টার দিকে ৯৯৯ নম্বরের মাধ্যমে ফোন পেয়ে রাত দেড়টার দিকে ওই কিশোরকে উদ্ধার করা হয়। ডাব গাছটি বেশ বড় ছিল এবং আমাদের ফায়ার সার্ভিস অফিসে যাবতীয় সরঞ্জাম না থাকায় ফরিদপুর জেলা ফায়ার সার্ভিস একটি ইউনিটের সাহায্য নেওয়া হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, যতটুকু জানতে পেরেছি, ওই ছেলেটি ডাব, সুপারিসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করতো। সে ডাব চুরির উদ্দেশে গাছে উঠার পর গাছটি অনেক বড় হওয়ায় আর নামতে পারেনি। পরে ভয়ে গাছের উপরই অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে।
ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈই বলেন, সোমবার রাতে মধুখালী ফায়ার স্টেশন থেকে ফোন পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। অভিযান চালিয়ে কিশোরকে অচেতন অবস্থায় উদ্ধার করে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে কিশোরটি সুস্থ আছে।