ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় আদেশের দিন ধার্য ৮ এপ্রিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের মামলা চলবে কি না, এ বিষয়ে ৮ এপ্রিল আদেশের দিন ধার্য করেছে সুপ্রীমকোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন মোহাম্মদ খুরশীদ আলম খান। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর জ্ঞাত আয় বর্হিভূত ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা দায়ের করে দুদক। মামলায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।