ডা. মুরাদ হাসানের অশ্লীল অডিও-ভিডিও অপসারণের কাজ শুরু করেছে বিটিআরসি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৭১০ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অশ্লীল অডিও-ভিডিও অপসারণের কাজ শুরু করেছে বিটিআরসি।
হাইকোর্টের নির্দেশে এরই মধ্যে ২৫২টি ফেসবুক ও ১১৫টা ইউটিউব লিংক খুঁজে পেয়েছে সংস্থাটি। এর মধ্যে অনলাইন থেকে ১৫টি লিংক সরানো হয়েছে বলে উচ্চ আদালতকে জানানো হয়েছে। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন জমা দেয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। মঙ্গলবার ডা. মুরাদ হাসানের অশ্লীল অডিও-ভিডিও অপসারণে নির্দেশনা চেয়ে আদালতের নির্দেশনা চান ব্যারিস্টার সুমন।