ডা: সাবরিনা আরিফ চৌধুরীকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য ফের দু’ দিনের রিমান্ড মঞ্জুর
- আপডেট সময় : ০৭:০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
করোনার ভুয়া রিপোর্ট তৈরির ঘটনায় সিলগালা করে দেয়া জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা: সাবরিনা আরিফ চৌধুরীকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য ফের দু’ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা- ডিবি’র আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। এর আগে তিনদিনের রিমান্ড শেষে এদিন দুপুরে সাবরিনাকে আদালতে হাজির করে আরো পাঁচদিনের রিমান্ড আবেদন করে ডিবি। অপরদিকে, আসামীপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
করোনার ভুয়া রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারের কর্ণধার আরিফুল হক চৌধুরীর স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ডা. সাবরিনা চৌধুরীকে প্রথম দফায় তিন দিনের রিমান্ড শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয়।
পরে তেজগাঁও থানার প্রতারণা মামলায় সাবরিনাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ফের ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর রহমানের আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তবে জেকেজি হেলথকেয়ারের সাথে ডা. সাবরিনার কোন ধরণের সম্পৃক্ততা নেই জানিয়ে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে তার জামিনের আবেদন করেন। একই মামলায় সাবরিনার স্বামী জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। আরিফুলকে গত বুধবার ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে এখন পর্যন্ত তারা দোষ স্বীকার না করলেও ভুয়া করোনা রিপোর্টের জন্য একে অন্যকে দোষারোপ করেছেন।