ডা. সাবরীনার বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্তের ভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে হস্তান্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনা টেস্ট নিয়ে জেকেজির প্রতারণার ঘটনায় ডা. সাবরীনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে তেজগাঁও থানায় দায়ের করা মামলাটি তদন্তের ভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
সোমবার চিফ মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেয়া হয় ডাক্তার সাবরীনা আরিফ চৌধুরীকে। পুলিশ চার দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত তিনদিন রিমান্ড মঞ্জুর করেন। ডা. সাবরীনা আরিফ চৌধুরীকে রিমান্ডে এনে গতকাল থেকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সাবরীনাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, সরকারি কর্মকর্তা হয়ে সরকারের অনুমতি ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান থাকা এবং অর্থ আত্মসাত– ২০১৮ সালের সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।