ডিএনসিসির করোনা হাসপাতালে রোগী বাড়লেও জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা
- আপডেট সময় : ০৭:৪৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
রাজধানীর মহাখালীতে ডিএনসিসির করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। বুধবার পর্যন্ত এই হাসপাতালে ১২৪ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন আছেন ৭৫ জন। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, এভাবে রোগী আসতে থাকলে জনবল ও বেড সংখ্যা বাড়ানোর বিকল্প নেই।
দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় চাপ বাড়তে শুরু করেছে রাজধানীর হাসপাতালগুলোতে। এমন পরিস্থিতিতে রোববার মহাখালিতে উদ্বোধন করা হয় ডিএসসিসির করোনার ডেডিকেটেড হাসপাতাল। উদ্বোধনের পরদিন থেকেই শুরু হয় হাসপাতালটির কার্যক্রম।
প্রতিদিনই করোনা উপসর্গ ও শনাক্ত হওয়া রোগীরাই আসছেন এই হাসপাতালে।
তবে প্রস্তুতির তুলনায় রোগী বেশি হওয়ায় চিকিৎসা সেবায় অসন্তুষ্টির কথা জানান রোগীর স্বজনরা। তারা জানান, আইসিউতে থাকলেও মিলেছে না বিশেষজ্ঞ ডাক্তার কিংবা নার্সদের দেখা ।
বুধবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে হাসপাতালটির পরিচালক জানান, ঢাকাসহ সারাদেশের করোনা রোগীরা এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসছে। তবে এভাবে আশা শুরু করলে সেবা দিতে হিমশিম খেতে হবে।
এক হাজার শয্যার হাসপাতালে ২৫০টি শয্যা নিয়ে যাত্রা শুরু। পর্যাপ্ত জনবল না পাওয়ায় চিকিৎসা সেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে বলেও জানান পরিচালক।
মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত এই হাসপতালে ২৪ ঘণ্টায় চারজন রোগী মারা গেছে। এছাড়া একই সময়ে ৩০০ জন করোনা রোগী চিকিৎসা নিয়েছেন।