ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০২১’ এর উদ্বোধন
- আপডেট সময় : ০২:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনা মহামারি পরিস্থিতিতে তথ্যপ্রযুক্তির স্থানীয় বাজার অকল্পনীয় প্রসার লাভ করেছে। এই মহামারিকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার করেই দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহম্মদ আবদুল হামিদ। ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক মহামারির প্রাদুর্ভাবে দেশের শিক্ষা কার্যক্রম, বিচারিক কার্যক্রম, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং সেবাসহ সবকিছুই তথ্যপ্রযুক্তি নির্ভর হয়ে পড়ে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সরকারের নানা উদ্যোগের ফলে তথ্যপ্রযুক্তি খাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ই-কমার্স এখন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক খাত। এ খাতে ক্রেতাদের আগ্রহ ধরে রাখতে আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। কিন্তু কিছুসংখ্যক উদ্যোক্তা ই-কমার্সের নামে ক্রেতাদের সাথে প্রতারণা করছে। ই-কমার্সের মতো একটি বিপুল সম্ভাবনাময় খাতের প্রসার কোনোভাবেই যেন থেমে না যায়, সেজন্য এই খাতটি কঠোরভাবে নিয়ন্ত্রণ ও মনিটরিং করার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।