ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে সিপিবি’র লাল পতাকা মিছিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মানিকগঞ্জ ও দিনাজপুরে সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
সংগঠনের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে মানিকগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে সমাবেশকালে বক্তব্য রাখেন সিপিবি’র জেলা কমিটির সভাপতি আবুল ইসলাম সিকদার। এ সময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা নামের কালো আইন বাতিল করে, গ্রেফতারকৃত নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন।
দিনাজপুরেও সিপিডি’র পথসভা ও রেলী অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রেসক্লাবের সামনে পথসভা শেষে একটি রেলী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।