ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন নয় পুরোপুরি বাতিল চায় বিএনপি : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১৬২৯ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী, তাই এটা পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নাম পরিবর্তন করে একটি বিবর্তন মূলক আইন প্রণয়ন করাতে যাচ্ছে সরকার।
দুপুরের রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, বিদেশীদের চাপে এটি সংস্কার করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে সরকার। নির্বাচনকে সামনে রেখে ভালো সাজার পাঁয়তার করছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ সবসময়ই মানুষের কন্ঠরোধ করে এক দলীয় শাসন কায়েম করতে চায় বলেই বিরোধী নেতা কর্মীদের মামলা দিয়ে হয়রানি করছে। ফখরুল আবারও বলেন, এই সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দ্রুত ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় সরকার অধীনে নির্বাচনের দাবি জানান ফখরুল ইসলাম।