ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল হলেও ৭ হাজারের বেশি মামলা চলমান
- আপডেট সময় : ০৬:৫৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ১৬০৭ বার পড়া হয়েছে
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বাতিল হলেও ওই আইনে দায়ের করা ৭ হাজারের বেশি মামলা এখনো চলমান। বিষয়টি জনজীবনে অন্তহীন দুর্দশা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিসটিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ-সিজিএস আয়োজিত ওয়েবিনারে এই পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, শুধু খোলস বদল করলে হবে না সাইবার নিরাপত্তা আইনে গুণগত পরিবর্তন আনতে হবে। পাশাপাশি পরিস্থিতি উত্তরণে একটি স্বাধীন কমিশন গঠন করে চলমান মামলার সত্যতা বিচার করা উচিত বলেও অভিমত দেন আলী রীয়াজ।
২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাশ হয় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এর পর ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত ওই আইনে দায়ে করা হয় ৭ হাজার ১টি মামলা। এরমাঝে গণমাধ্যমের ও মানবাধিকার কর্মীদের তীব্র সমালোচনার মুখে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রবর্তন করে সরকার। তবে ডিএসএ বাতিল হলেও চলমান সাইবার নিরাপত্তা আইনে চলমান রয়েছে ৭ হাজার মামলা। এমন পরিস্থিতিতে সিকিউরিটি অ্যাক্টে অভিযুক্তদের অবস্থা শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ সিজিএস।
আলোচনায় নিজের মূল্যায়ন তুলে ধরেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিসটিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ। তিনি বলেন, দোষী হবার আগেই অভিযুক্ত ব্যক্তিদের সুদীর্ঘ কারবাসের কারণে জনজীবনে তৈরী হয়েছে অন্তহীন দুর্ভোগ। পরিস্থিতি উত্তোরণে স্বাধীন কমিশন গঠন করে দায়েরকৃত মামলাগুলোর সত্যতা নিরূপনের আহ্বান জানান তিনি। ওয়েবিনার সঞ্চালনা করেন সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।