ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কর্মবিরতির ডাক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
হঠাৎ করে ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার থেকে রাজশাহী বিভাগে কর্মবিরতির ডাক দিয়েছে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
দুপুরে এ কর্মসুচির কথা জানান শ্রমিক নেতারা। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, কোনো আলাপ আলোচনা ছাড়াই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। করোনার ধকল কাটিয়ে না উঠতেই সরকারের এমন সিদ্ধান্ত মালিক ও শ্রমিকদের বিপাকে ফেলেছে। তাই ডিজেলের দাম সমন্বয় করার দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় অনির্দিষ্টকাল বাস চলাচল বন্ধ থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে।