ডিপিএলের সুপার লিগে একই দলের খেলবেন মাশরাফি ও সাকিব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ডিপিএলের সুপার লিগে একই দলের খেলবেন মাশরাফি ও সাকিব আল হাসান। সুপার লিগে উঠতে না পারায় সাকিবকে ছেড়ে দিয়েছে মোহামেডান।
তাই মোহামেডান ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দিয়েছেন দেশসেরা অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছে রূপগঞ্জ কতৃপক্ষ। লিজেন্ডস অব রূপগঞ্জের আগামী ম্যাচেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এর আগে মোহামেডান ছেড়ে শেখ জামালে যোগ দিয়েছিলেন মুশফিক-মিরাজ। লিগের বাইলজ অনুযায়ী যদি নির্দিষ্ট খেলোয়াড় কোনো দলের হয়ে একটি ম্যাচও না খেলে এবং সেই দলের খেলা শেষ হয়ে গেলে দলের অনুমতি সাপেক্ষে সেই খেলোয়াড় আরেক দলে খেলতে পারে। সেই নিয়মেই দল বদল করলেন সাকিব আল হাসান। রূপগঞ্জ টাইগার্সকে ৫৫ রানে হারিয়ে সুপার লিগে দারুণ শুরু পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।