ডিপিএলের সুপার লিগ খেলতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব
- আপডেট সময় : ০৯:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ডিপিএলের সুপার লিগ খেলতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। শ্রীলংকা সিরিজ মাথায় রেখে প্রিমিয়ার লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
আসন্ন শ্রীলংকা সিরিজে খেলার কথা নিজেই নিশ্চিত করেছেন সাকিব। বৃহস্পতিবার প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচ দিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে নামবে দেশসেরা অলরাউন্ডার। বিকেএসপির চার নম্বরে মাঠে ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। একই সময় বিকেএসপিতে অন্য ম্যাচে খেলবে আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর, মিরপুরে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সুপার লিগের প্রথম ম্যাচে রূপগঞ্জ টাইগার্সকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রাইম ব্যাংকের বিপক্ষেও জয় প্রত্যাশা তাদের। সাকিব যোগ দেয়ায় শক্তি বেড়েছে দলের। এদিকে, শেখ জামাল ও প্রাইম ব্যাংকও জিতেছে সুপার লিগের প্রথম ম্যাচে।