ডিপিএলে শেখ জামালকে ৮ উইকেটে হারিয়েছে লেজেন্ড অব রুপগঞ্জ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ঢাকা প্রিমিয়ার লিগ- ডিপিএলে লেজেন্ড অব রুপগঞ্জ ৮ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।এ ম্যাচ হেরেও ডিপিএল ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন শেখ জামাল।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় শেখ জামাল। স্কোরবোর্ডে কোন রান যোগ না হতেই ফিরে যায় সৈকত আলী ও জহুরুল ইসলাম। তৃতীয় উইকেটে মুশফিক ও ইমরুলের ৬৪ রানের জুটিতে ম্যাচে কিছুটা ঘুরে দাঁড়ায় শেখ জামাল। ২৫ রানে মুশফিক ফিরে গেলে আবার বিপর্যয়ে পড়ে তারা। একপাশ আগলে রাখে ইমরুল কায়েস। তবে দুই অংকের ঘর পার করতে পারেনি আর কোন ব্যাটারই। ইমরুলের ৫০ রানে ভর করে ১১৬ রানে সংগ্রহ পায় শেখ জামাল। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে মাত্র ২৫ ওভারেই জয় তুলে নেয় লেজেন্ড অব রুপগঞ্জ। ৩১ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা রুপগঞ্জের আলামিন হোসেন।