ডিপিএল সুপার লিগে টানা দ্বিতীয় ম্যাচে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল ক্লাব
- আপডেট সময় : ০৯:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ডিপিএল সুপার লিগে টানা দ্বিতীয় ম্যাচে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুরে রূপগঞ্জ টাইগার্সকে ৪ উইকেটে হারিয়েছে শেখ জামাল। বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে লিজেন্ডস অব রুপগঞ্জ।
তবে, সুপার লিগের হারের বৃত্তে বন্দি আবাহনী। এবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ২৭ রানে হেরেছে আকাশী-নীলরা। ৩৩ ওভারের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আগের ব্যাট করে ১৫২ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। দুটি করে উইকেট নেন সাকিব, মাশরাফি ও ভারতীয় চেরাগ জানি। জবাবে টপ অর্ডারদের ব্যর্থতায় হারের শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে মাশরাফির দল। ৩৯ রানে অলরাজিত ছিলেন মুক্তার আলী। ৩১ রানে সঙ্গী তানভির হায়দার। ২১ রান করেন সাকিব আল হাসান। এদিকে, মিরপুরে রূপগঞ্জ টাইগার্সের দেয়া ২৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে নুরুল হাসান সোহানের অপরাজিত ১৩২ রানের ইনিংস জয় পায় শেখ জামাল।