ডিপিএল সুপার লিগে প্রাইম ব্যাংকের কাছে ১৪২ রানে হেরেছে আবাহনী
- আপডেট সময় : ০৯:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ডিপিএল সুপার লিগের ভিন্ন ম্যাচে জিতেছে প্রাইম ব্যাংক, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরে আবাহনীকে ১৪২ রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক। বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭২ রানে জিতেছে শেখ জমাল।
আর রূপগঞ্জ টাইগার্সকে ৫৫ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৭৩ রান তোলে প্রাইম ব্যাংক। ওপেনিং জুটিতে আসে ৯৭ রান। ৭৭ রানের ইনিংস খেলেন এনামুল হক বিজয়। মিথুন করেন ৪৪ রান। জবাবে শুরু থেকেই প্রাইম ব্যাংক বোলারদের তোপের মুখে পড়ে আবাহনীর ব্যাটাররা। ৩৪ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে আকাশী-নীলরা। বৃথা গেছে মোসাদ্দেকের ৬৫ রানের ইনিংস। তিনটি করে উইকেট নেন রাকিবুল হাসান ও নাসির হোসেন। এদিকে, বিকেএসপিতে সাব্বির রহমানের ১২৫ রানের ইনিংসে ৫ উইকেটে ৩২৫ রানে তোলে লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে ৯ উইকেটে ২৭০ রান করতে পারে রূপগঞ্জ টাইগার্স।