ডিবির সোর্স শহিদুল ইসলাম মাঝি এখন ডাকাত দলের সর্দার
- আপডেট সময় : ১০:৫৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ১৬৯১ বার পড়া হয়েছে
এক সময়ের ডিবির সোর্স শহিদুল ইসলাম মাঝি-এখন ডাকাত দলের সর্দার। এক যুগে গড়ে তুলেছেন ডাকাত দল। প্রায় এক দশক ধরে ডিবি পরিচয়ে ডাকাতি করে আসছে তার দলের সদস্যরা। শহিদুল মাঝির নামে রয়েছে ৭টি মামলা। সম্প্রতি ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা তদন্তে গোয়েন্দাদের কাছে এমন তথ্য উঠে আসে। এই চক্রের ১৬ সদস্যকে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। সোহান খানের প্রতিবেদন।
গেলো ১৭ জুন বিকেলে পল্টন থেকে ধার করা ১৩ লাখ টাকা নিয়ে ভাড়ায় মোটরসাইকেল যোগে খিলক্ষেতের বাসার উদ্দেশ্যে রওনা দেয় আব্দুল আজিজ।
ক্যান্টনমেন্টের জিয়া কলোনী এমপি চেকপোস্টে পৌঁছানো মাত্রই অজ্ঞাতনামা তিন-চার জন মাইক্রোবাসের মাধ্যমে তার ভাড়ায় চালিত মোটরসাইকেলের গতিরোধ করে। ডিবি পরিচয়ে তাকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে হাত, পা ও চোখ বেঁধে এলোপাতাড়ি মারধর করে। এরপর ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা হলে তদন্ত শেষে অভিযানে নামে মহানগর গুলশান গোয়েন্দা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী দলকে শনাক্ত করে ডিবি পুলিশ।
মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি জানায়, গেলো ১০ জুলাই গাজীপুরের কালিয়াকৈর অভিযান চালিয়ে ডাকাত দলের মূলহোতা সহিদ মাঝিকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যে, ঢাকার ডেমরা ও ৩০০ ফিট এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে দুই চক্রের আরো ১৫ সদস্যকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
ডিবি জানায়, এক সময়ে মহানগর গোয়েন্দা পুলিশের সোর্স হিসেবে কাজ করতো সহিদ মাঝি । ২০১২ সালে অন্যদের সঙ্গে গড়ে তোলে ডাকাত দল। মানি এক্সচেঞ্জ ও ব্যাংক পাড়ায় টাকা নিয়ে বের হওয়া ব্যক্তিদের তারা টার্গেট করে।
সহিদের নামে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে, বলেও জানান ডিবি প্রধান হারুন অর রশীদ।