ডিবি পুলিশ পরিচয়ে দোকান কর্মচারির কাছ থেকে ৩৮ ভরি স্বর্ণ ও মোবাইল লুট
- আপডেট সময় : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ডিবি পুলিশ পরিচয়ে দোকান কর্মচারির কাছ থেকে ৩৮ ভরি স্বর্ণ ও মোবাইল লুটের ঘটনায় সোর্সসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২০ ভরি স্বর্ণ, টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান হারুন অর রশিদ। তিনি বলেন, সদস্যদের অপকর্মের দায় নেবে না পুলিশ।
রাজধানীর তাঁতীবাজারের সোনার দোকানের কর্মচারী টিটু প্রধানীয়া ৩৮ ভরি গহনা টাঙ্গাইলে ডেলিভারী দিতে ১৭ জুলাই সকালে রওনা হন। গাবতলীতে পৌঁছালে পুলিশের কথিত সোর্স পলাশের নেতৃত্বে কয়েকজন তার গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দেয়। টিটুকে নিয়ে মোহাম্মদপুর বেঁড়িবাধ পৌঁছালে, অপরাধী চক্রের সঙ্গে যুক্ত হয় রূপনগর থানার এএসআই জাহিদ। পরে বিজয় স্মরণী এলাকায় টিটুকে রেখে স্বর্ণ-মোবাইল নিয়ে কৌশলে পালিয়ে যায় দুস্কৃতিকারীরা। এ ঘটনায় দারুস সালাম থানায় মামলা করে টিটু।
গেলো রাতে রাজধানীর মেরাদিয়া ও কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে স্বর্ণ ডাকাতির সঙ্গে জড়িত ৪ সদস্যকে গ্রেফতার করা হয় বলে সাংবাদিকদের জানান ডিবি প্রধান।
এদিকে বিভিন্ন অপকর্মে ব্যবহৃত মোটরসাইকেলের নাম্বারের সূত্র ধরে আগেই গ্রেফতার হন রূপনগর থানার এএসআই জাহিদ। পুলিশের সোর্স পলাশসহ অন্যদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান হারুন অর রশিদ।
এ ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।