ডিসেম্বরের মধ্যে ইন্টারনেট ও কেবল টিভির ঝুলন্ত তার অপসারণ না করলে চূড়ান্ত অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
চলতি ডিসেম্বরের মধ্যে সড়কের ওপর থেকে ইন্টারনেট ও কেবল টিভির সব ঝুলন্ত তার অপসারণ না করলে চূড়ান্ত অভিযানে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রাজধানীর ধানমন্ডিতে ঝুলন্ত তার অপসারণ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনশেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ডিসেম্বরের মধ্যে ঝুলন্ত তার অপসারণ করে মাটির নিচ দিয়ে নিতে সিটি কর্পোরেশন কোনো ফি নেবে না বলে জানান তিনি। কিন্তু ডিসেম্বরের মধ্যে এসব তার অপসারণ করা না হলে জানুয়ারিতে আবার অভিযান চলবে। এবার আর কাউকে সময় দেয়া হবে না। অবৈধ দখল প্রসঙ্গে মেয়র তাপস বলেন, অবৈধ দোকান এবং অন্যান্য স্থাপনার বিরুদ্ধে অভিযান চলবে। এটা কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযান নয়। তবে বরাদ্দপ্রাপ্ত প্রকৃত মালিকরা ক্ষতিগ্রস্ত হলে তাদের পুনর্বাসনে সিটি কর্পোরেশন কাজ করবে বলেও জানান তিনি।