ডিসেম্বরে দেশে চালু হচ্ছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র : পিডিবির চেয়ারম্যান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
ডিসেম্বরে কয়লা ভিত্তিক বিদ্যুত কেন্দ্র চালু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান। সেসময় লোডশেডিংয়ের বিড়ম্বনা থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
সকালে রমনা ইঞ্জিনিয়ারস মিলনায়তনে পেপার মিটের ৫ম বর্ষপূর্তি দুইদিন ব্যাপি অনুষ্ঠানের উদ্বোধনের আগে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুতের সংকট দ্রুত কেটে যাবে বলেও জানান বোর্ডের চেয়ারম্যান।
২০৩০ সালের মধ্যে পিক আওয়ারের ৪০ শতাংশ বিদ্যুত ব্যবহার সোলার টেকনোলজি দিয়ে সরবরাহ করা হবে।
২০৪১ সালে উন্নত বিশ্বে পরিণত করতে এখন থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যু সরবরাহের মাস্টার প্লান নিয়ে কাজ করছে সরকার জানান মাহবুবুর রহমান