ডুবোচরের কারণে বন্ধ আছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ড্রেজিং চ্যানেলের বাইরে নদীর সংযোগ স্থলে অসংখ্য ডুবোচরের কারণে বন্ধ আছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। দুর্ঘটনা এড়াতে সোমবার দুপুরে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। উপজেলার শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে অনেক যানবাহন।
দীর্ঘদিন ধরেই এই নৌরুটে শুধু দিনের বেলা সীমিত পরিসরে ফেরি চলাচল করছে। কে-টাইপ ও ছোট ৪-৫টি ফেরি চলাচল করেছে। পরে দুপুরের দিকে ডুবোচরে আটকে যায় কে-টাইপ ফেরি কিশোরী। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, ফেরি চলাচলে চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় প্রায়শই ফেরির তলদেশ ডুবোচরে আটকে যাচ্ছে। যার সাথে ধাক্কা লেগে ফেরির নির্দিষ্ট গতিপথ ঘুরে যায়। তবে, ফেরি কখন চালু হবে এই ব্যাপারে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।