ডেঙ্গুতে এক মাসে শতাধিক মৃত্যু
- আপডেট সময় : ০১:২৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ১৬১৮ বার পড়া হয়েছে
আক্রান্তের পর দেরিতে হাসপাতালে আসায়, ডেঙ্গুতে মৃতের হার বাড়ছে বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। বেসরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় বেশি টাকা নেয়া হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। অনুষ্ঠানে, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতায় ১০ দফা প্রস্তাব তুলে ধরেন সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে।প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ছয় হাজার বেশি রোগী ভর্তি।
এমন বাস্তবতায় রাজধানীর এফডিসিতে ডেঙ্গু প্রতিরোধে নাগরি সচেতনতা নিয়ে ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় দুটি বিশ্ববিদ্যালয়ের বির্তাকিকরা।
ছায়া সংসদের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার জন্য ১০ দফা সুপারিশ তুলে ধরেন।
প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আক্রান্তের পর বিলম্বে হাসপাতালে আসার কারণেই ডেঙ্গুতে মৃতের হার বাড়ছে।
ডেঙ্গু রোগীর চিকিৎসায় বেশি অর্থ নেয়ার সমালোচনা করে অধ্যাপকআবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, শুধু আইনী নিয়ন্ত্রণ নয়, সেবার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালকে বিবেকবান হতে হবে।
ছায়া সংসদে সরকারি দল ইস্টার্ন ইউনিভার্সিটিকে হারিয়ে বিরোধী দল এশিয়ান ইউনিভার্সিটির বির্তাকিকরা চ্যাম্পিয়ন হয়।