খাগড়াছড়িতে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা
- আপডেট সময় : ০২:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ডেঙ্গুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। একমাসে জেলায় ম্যালেরিয়া ও ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ শ ৩০ জনের বেশী। জুন মাসের শেষ সময় থেকে মাটিরাঙ্গা, গুইমারা উপজেলা ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম না থাকায় এ দশা। পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতির কথা বলছে স্বাস্থ্য বিভাগ।
খাগড়াছড়িতে বাড়ছে মশাজনিত রোগ বালাই। গেল জুন ও চলতি মাসে ম্যালেরিয়া এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১’শ ৩০ জনের বেশী। স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছে, আক্রান্তদের বেশীর ভাগই মাটিরাঙ্গা পৌরসভা এবং গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার। ইতোমধ্যে মাটিরাঙ্গা পৌর এলাকাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে মাটিরাঙ্গায় বেড়েছে রোগীর সংখ্যা। ময়লা আবর্জনা পরিস্কার না করা এবং মশা নিধনে কার্যকর পদক্ষেপ না থাকায় এ অবস্থা।
মশার বিস্তার ঠেকাতে মশক নিধন কার্যক্রম জোরালো করতে সংশ্লিষ্টদের সহযোগীতা চেয়ে পরিস্থিতি মোকাবেলায় জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলছেন সিভিল সার্জন।আর মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান পৌরমেয়র।
খাগড়াছড়িতে গেল জুন মাসে ম্যালেরিয়া আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৭১ জন এবং ডেঙ্গু আক্রান্ত ২১ জন। চলতি মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে ৩২ জনের।