ডেঙ্গুর প্রকোপ বাড়ায় মৃ’ত্যুর সারি দীর্ঘ হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
বছরের অন্য সময়ের চেয়ে অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় মৃত্যুর সারি দীর্ঘ হচ্ছে। গত অক্টোবর মাসের ৩১ দিনে মশাবাহিত এ রোগে সারাদেশে মৃত্যু হয়েছে ৯০ জনের।
গেল ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুসহ দেশে ডেঙ্গু প্রাদুর্ভাবের পর এক মাসে এ রোগে আক্রান্ত হয়ে এর চেয়ে বেশি মৃত্যু আর হয়নি। এর আগে ২০১৯ সালের আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এক মাসে হাসপাতালে ভর্তি রোগী সংখ্যার দিক থেকেও চলতি বছরের অক্টোবর ছিল দ্বিতীয় অবস্থানে। ৩১ অক্টোবর পর্যন্ত সারাদেশে ২২ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। গত তিন মাসে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ডায়রিয়া ও কাশির মতো উপসর্গও দেখা গেছে। ফলে ডেঙ্গু না কোভিড– তা বুঝতে দু’ধরনের পরীক্ষা করাতে হচ্ছে আক্রান্তদের।