ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় ঢাকাবাসীকে নিজ আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান তাপসের
- আপডেট সময় : ০৯:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় ঢাকাবাসীকে নিজ আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। তিন দিনব্যাপী চিরুনি অভিযান কর্মসূচি পরিদর্শনে এ কথা বলেন তিনি। লার্ভা বিরোধী অভিযানে ১০ জন ম্যাজিস্ট্রেট চেয়েছেন বলে জানান মেয়র।
বর্ষাকে সামনে রেখে আগাম ডেঙ্গু মোকাবেলায় তিন দিনব্যাপী চিরুনি অভিযান কর্মসূচি হাতে নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
অভিযানের দ্বিতীয় দিনে ৩৮ নম্বর ওয়ার্ডে পরিদর্শনে আসেন দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস। এসময় তিনি স্থানীয় বাজার ও বাসা বাড়ীর আঙ্গিনা ছাদ পরিদর্শন করেন।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মেয়র। দক্ষিণ সিটির ৭ টি ওয়ার্ড কে এডিস ঝুকিপূর্ণ চিহ্নিত করে চিরুনি অভিযান চালানোর কথা জানান ।
অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকাবাসী এডিস মশা প্রভিরোধে আগাম ব্যবস্থা নিবে এমন আশার কথা শুনিয়েছেন মেয়র তাপস।