মাগুরায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা
- আপডেট সময় : ০৫:৪৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ১৭৩০ বার পড়া হয়েছে
মাগুরায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বাড়তি রোগী সামাল দিতে ২৫০ শয্যার হাসপাতালে ৪০ শয্যার আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন হাসপাতালে ২৯ নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলা সদরে ৫৪ এবং উপজেলা হাসপাতালে ১৫ জনসহ ৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। স্থানীয়দের অভিযোগ, পৌর এলাকা ঘন বসতি হওয়া সত্বেও মশা নিধনে নেই কার্যকারী উদ্যোগ।
মাগুরায় চিকিৎসার জন্য নির্ভরযোগ্য জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতাল। প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে আসা ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এখানে। শয্যার অভাবে অতিরিক্ত রোগীদের থাকতে হচ্ছে হাসপাতালের মেঝেতে। চিকিৎসা সেবা নিয়ে রয়েছে পরস্পর বিরোধী অভিযোগ।
চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীদের। বাড়তি রোগী ও স্বজনদের চাপে পরিবেশ রক্ষায় হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
সচেতনতা বাড়লেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব জানিয়ে চিকিৎসক বলেন, সেরে ওঠা রোগীদের অবশ্যই মশারির মধ্যে থাকতে হবে। তা না হলে অন্যরা আক্রান্ত হতে পারে। সিভিল সার্জন বলেন, ডেঙ্গু চিকিৎসায় জাতীয় গাইড অনুসরণ করে রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।
জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯৫ জন। তবে এ পর্যন্ত মৃত্যুর কোন ঘটনা ঘটেনি মাগুরায়।