ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
- আপডেট সময় : ০৯:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।বিকেলে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর এ নির্দেশনার কথা জানান। দেশে স্যালাইনের কোনো সংকট নেই দাবি করে তিনি বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কাল থেকে সারা দেশে স্বাস্থ্য অধিদফতরের অভিযান চলবে।
সময়ে সাথে পাল্লা দিয়ে ডেঙ্গু যেনো ভয়াবহ রূপ ধারণ করেছে। হাসপাতালে প্রতিদিন যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা তেমনি ডেঙ্গুতে মানুষও মারা যাচ্ছে। শুধু রাজধানী নয়, ডেঙ্গু ছড়িয়েছে সারাদেশে।
এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে, জানানো হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৪ জন মারা গেছে।
ডেঙ্গুর সব গাইডলাইন প্রান্তিক পর্যায়ে রয়েছে দাবি করে
ডেঙ্গু আক্রান্ত কাউকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ দেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।
অবৈধ ক্লিনিক, অনুপযুক্ত আইসিইউসহ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দেশজুড়ে ফের অভিযান চালানো হবে বলে জানান তিনি।
দেশে স্যালাইনের কোনো সংকট নেই; কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন অধ্যাপক ডা. আহমেদুল কবীর।