ডেঙ্গু এবার দ্রুত ছড়িয়ে পড়ছে বগুড়ায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
স্থানীয়দের ভাষায় রাজধানীর রোগ হিসেবে পরিচিত ডেঙ্গু এবার দ্রুত ছড়িয়ে পড়ছে বগুড়ায়। আশংকাজনক অবস্থায় অনেকেই ভর্তি হচ্ছেন হাসপাতালে। তবে স্বাস্থ্য বিভাগ থেকে চিকিৎসা ও প্রচারণায় নেয়া হয়েছে নানা উদ্যোগ।
গেল কয়েক বছরের মধ্যে এবার ডেঙ্গু আক্রান্তের হার অনেক বেশি। কোরবানী ঈদের ছুটিতে অনেকেই এলাকায় নিয়ে এসেছেন ডেঙ্গু। বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও মোহাম্মাদ আলী হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু ইউনিট। মশারি টানিয়ে দেয়া হচ্ছে চিকিৎসা। প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ।
এডিস মশার বিস্তার রোধে কার্যক্রম জোরদার আর সচেতনতা বাড়ানোর তাগিদ দেন সকলেই।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নেয়া হয়েছে, জানালেন হাসপাতালের উপ-পরিচালক।
চলতি জুলাই মাসে বগুড়ায় ১০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন, আর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৮ জন।