ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ উদঘাটণে তদন্তের নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
চলতি বছর ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ উদঘাটন ও দায়ীদের শনাক্তকরণে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী বছরের ১৫ জানুয়ারি এ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।
আদেশে ঢাকার জেলা জজ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে এ বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত এক রুলের শুনানিকালে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই কমিটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ অধ্যাপক,আইসিডিডিআরবির একজন কর্মকর্তা, প্ল্যান প্রটেকশনের একজন কর্মকর্তা ও পাবলিক হেলথ বিভাগের একজন কর্মকর্তার মতামত নিতে হবে। এছাড়া কমিটি চাইলে সংশ্লিষ্ট বিষয়ে যেকোন বিশেষজ্ঞ ব্যক্তির মতামত নিতে পারবেন।