ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩৯২ জন রোগী ভর্তি
- আপডেট সময় : ০২:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৩৯২ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৬৯ জনে।
সকালে,স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষাকালীন জরিপের রিপোর্টে জানানো হয়, ঢাকার উত্তরে ১৩ ও দক্ষিণে ১৪টি ওয়ার্ড ডেঙ্গুর জন্য অধিক ঝুঁকিপূর্ণ। স্বাস্থ্য অধিদপ্তরের সচিব ডা.আনোয়ার হোসাইন হাওলাদার বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর ব্যাপক প্রাদুর্ভাবের বিষয়ে সিটি করর্পোরেশনকে আরও সক্রিয় হতে হবে। সর্বশেষ ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ৩৯২ জন রোগীর মধ্যে ১৩৯ জন ঢাকার বাইরের। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫ জন মারা গেছেন।
এদিকে…রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবককের মৃত্যু হয়েছে।
গতকাল সন্ধ্যায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি। মৃত রাকিবুল ইসলাম পাবনার রূপুপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করতেন।
রাজশাহী মেডিকেল কলেজে গত ২৪ ঘন্টায় আরো ৭ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মোট ভর্তি আছেন ৩৫ জন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের ৪টি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তদের বেশির ভাগই ঢাকা ও পাবনা ভ্রমণ করেছিলেন বলে চিকিৎসককে জানিয়েছেন।