ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের সীমানাতেই এডিশ মশার অসংখ্যা লার্ভা পাওয়া গেছে
- আপডেট সময় : ০১:৪৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের সীমানাতেই এডিশ মশার অসংখ্যা লার্ভা পাওয়া গেছে। এখান থেকে আশপাশে ছড়াচ্ছে ডেঙ্গু জীবানু। আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। এমন চিত্র রেলওয়ে জেনারেল হাসপাতালের। লোকবল সংকটের অজুহাতে দায় এড়াতে চান হাসপাতাল কর্তৃপক্ষ। উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলছেন, মশার লার্ভা নির্মুলে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু নির্দিষ্ট সময়ে নয়, সারাবছরই মশক নিধন কার্যক্রম চালাতে হবে। তবেই মিলবে সুফল।
পাত্রে জমা পানিতে জন্মায় এডিস মশা। সাধারণত বর্ষাকালে এর ঘনত্ব বেশি হয়, ফলে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবও এ সময়ে বেড়ে যায়। গেলো বছরের চেয়ে এবার ডেঙ্গু রোগীর সংখ্যাও বেড়ে প্রায় ৬ গুন। বেড়েছে মৃত্যুহারও।
মিড পিটিসি( ডেঙ্গুর বাহক এডিশ মশার অসংখ্যা লার্ভা এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে রাজধানীর রেলওয়ে জেনারেল হাসপাতালের সামনের অংশে। যেটিকে সম্প্রতি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষনা করা হয়েছে। হাসপাতাল কতৃপক্ষের উদাসীনতায় এই এলাকাটি এক রকম অভয়ারণ্যে পরিনত হয়েছে।)
ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষনা করা হলেও ,কার্যক্রম কেন শুরু হয়নি এমন প্রশ্নও ছিলো তার কাছে।
রাজধানীর জুরাইন এলাকার এই বাগানবাড়ি মহল্লার প্রায় সব বাড়িতেই রয়েছে, ডেঙ্গু আক্রান্ত রোগী। কাউন্সিলরদের পক্ষ থেকে নেয়া হয়নি, কার্যকর উদ্যোগ। এমন অভিযোগ স্থানীয়দের।
দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, মানুষ সচেতন হলে, পরিস্থিতি এত খারাপ হতো না। তবে উত্তর সিটির মেয়র স্বীকার করছেন, মশক নিধন কার্যক্রমে সিটি কর্পোরেশনের অনেকের গাফিলতি রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি অভিযান চালিয়ে মশাবাহিত রোগের মোকাবেলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন বছর ব্যাপী অভিযান। এডিশ মশা উৎপত্তিস্থল বাসাবাড়ির ছোট পাত্র,ফুলের টব,জমানো পানি থেকে ছড়ায়,তাই কোন প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল না থেকে, প্রত্যেকের নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতায় এগিয়ে আসতে হবে।