ডেঙ্গু পরিস্থিতি বাড়লেও মানুষ চিকিৎসা পাচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, আন্তর্জাতিক মানের হওয়ায় মানুষ এখন দেশেই চিকিৎসা নিচ্ছে। সরকার ভ্যাক্সিন উৎপাদনের পরিকল্পনা করছে বলেও জানান জাহিদ মালেক।
রাজধিনীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেখ রাসেলের জন্মদিন ও একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এই আনুষ্ঠান।
এতে অংশ নিয়ে স্বাস্থ্য খাতের নানা উন্নয়ন অগ্রগতি কথা তুলে ধরেন এ খাতের শীর্ষ নির্বাহীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি বাড়লেও চিকিৎসায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ।
বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠায় সরকারের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।
উন্নয়ন বিরোধী রাজনৈতিক দলগুলো ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলেও জানান, জাহিদ মালেক।