ডেঙ্গু-ম্যালেরিয়ার আতঙ্কে নওগাঁ পৌর এলাকার মানুষ
- আপডেট সময় : ০৬:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মশার কামড়ে অতিষ্ট নওগাঁ পৌর এলাকার মানুষ। রাত-দিন ২৪ ঘন্টাই অত্যাচার সহ্য করতে হয় মশার। দিন দিন অসহনীয় হয়ে উঠছে পরিস্থিতি। চিকিৎসকরা বলছেন, এখনই ব্যবস্থা নেয়া না গেলে ভয়াবহ বিস্তার ঘটতে পারে ডেঙ্গু-ম্যালেরিয়ার।
পৌরসভার ড্রেনে মশার এমন অবাদ বিচরনে আতঙ্কিত হওয়া ছাড়া উপায় নেই। ছবিগুলো নওগাঁ পৌরসভার উকিলপাড়া এলাকার। প্রথম শ্রেনীর হলেও পরিষ্কার-পরিচ্ছন্নতায় বেশ দৈন্যতার দেখা মিলবে পুরো পৌর এলাকাজুড়ে। পৌর বাসী বলছেন, ড্রেন আর নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার করা হয়না। আবার ডাষ্টবিন না থাকায় শহরের অবর্জনা পড়ে ড্রেনেই। ফলে পানি জমা হয়ে এসব যায়গায় জন্ম নিচ্ছে মশা। তবে মশা নিধনে কার্যকরী তেমন কনো পদক্ষেপ নেই পৌরসভার।
চিকিৎসকরা বলছেন, মৌসুমের এই সময়টাতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ডেঙ্গুর প্রাদূর্ভাব। মশার কামড়ে হতে পারে ম্যালেরিয়ার মত ভয়ঙ্কর রোগ। তাই বিস্তার ঠেকাতে কার্যকরি ব্যবস্থা নিতে হবে এখনই। বিশেষ শতর্কতায় রাখতে হবে বয়স্ক এবং শিশুদের।
অবশ্য গতানুগতিক বক্তব্য থেকে বের হতে পারেন নি মেয়র। বললেন; মশা নিধনে ফগার মেশিন এবং হ্যান্ড এস্প্রের ব্যবহার শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো পৌর এলাকাজুড়ে এই কার্যক্রম চালানো হবে।
১৯৬৩ সালে স্থাপিত এই পৌরসভায় প্রায় দেড়লাখ মানুষের বসবাস। ১৯৮৯ সালে প্রথম শ্রেনীর মর্জাদা পায় পৌরসভাটি।