ডোনাল্ড ট্রাম্পের শরীর থেকে আর করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীর থেকে আর করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক। তবে তিনি এখনো করোনা নেগেটিভ হয়েছেন কিনা সেটি স্পষ্ট করা হয়নি।
শনিবার রাতে ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি দিতে গিয়ে চিকিৎসক শান পি কোনলি বলেন, প্রেসিডেন্টের এ মুহূর্তে আর আইসোলেশনে থাকার দরকার নেই। শনিবার হোয়াইট হাউসের বারান্দায় এসে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন ট্রাম্প। তখন তিনি সংক্রামক ছিলেন কিনা, তা নিয়ে প্রশ্ন ওঠে। করোনা নিয়ে হাসপাতালে ভর্তির তিনদিন পর গত সোমবার সন্ধ্যায় ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসেন। একই সঙ্গে তিনি শিগগিরই নির্বাচনী প্রচারে নামার ঘোষণা দেন।