ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন মধ্যে দ্বিতীয় নির্বাচনী বিতর্ক বাতিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন মধ্যে অনুষ্ঠেয় দ্বিতীয় নির্বাচনী বিতর্ক বাতিল করা হয়েছে।
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন । আমেরিকার নির্বাচনী বিতর্ক কমিশন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। আগামী ১৫ অক্টোবর ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ও বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চূড়ান্ত নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়েছে। বিতর্কটি ভার্চুয়ালি হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প সেটা মানেননি। সে কারণেই এটি বাতিল করা হয়েছে। নির্বাচনী বিতর্কের নতুন তারিখ ২২ অক্টোবর। এই তারিখে বিতর্ক করতে ট্রাম্প ও বাইডেন রাজি হয়েছেন।