ড্রয়ে শেষ হলো গার্দিওলা ও ক্লপের প্রিমিয়ার লিগের শেষ লড়াই
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ১৭৬৫ বার পড়া হয়েছে
ড্রয়ে শেষ হলো পেপ গার্দিওলা ও ইয়্যুর্গান ক্লপের প্রিমিয়ার লিগের শেষ লড়াই। ম্যান সিটি ও লিভারপুলের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
দলের একাধিক ফুটবলার ইনজুরিতে থাকায় ম্যানসিটির বিপক্ষে সেরা একাদশ নামাতে পারেননি লিভারপুল বস- ক্লপ। তবুও ঘরের মাঠে সিটিকে ছাড় দেয়নি অলরেডরা। পুরো ম্যাচে বল দখল ও আক্রমনে এগিয়ে ছিল লিভারপুল। ম্যাচের ২৩তম মিনিটে কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন সিটি ডিফেন্ডার জন স্টোনস। প্রথমার্ধের বাকি সময়ে আর গোল না হলে ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সিটির ডিফেন্ডার নাথান আকের ভুলে পেনাল্টি পায় লিভারপুল। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান লিভারপুলের আর্জেন্টাইন তারকা ম্যাক অ্যালিস্টার। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে পয়েট ভাগাভগি করেই মাঠ ছাড়ে দু-দল।